মেষঃ এ সপ্তাহে শান্তি লাভে সচেষ্ট থাকবেন। বাড়তি বিলাসবহুল জীবন-যাপনের জন্য খরচ বাড়তে পারে। আয় বৃদ্ধির সুযোগ থাকলেও ঋণ নিতে হতে পারে। দাম্পত্য সুখ বজায় থাকবে। আত্মীয় বা প্রতিবেশী কারোর সঙ্গে বাকবিতন্ডায় না যাওয়াই ভালো।
বৃষঃ যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো ভাবে চিন্তাভাবনা ও সমস্ত দিক যাচাই করে নেবেন না হলে গাফিলতির কারণে সমস্যায় পড়তে পারেন। তাই কোনো কাজ করার সময় অধিক সতর্কতা অবলম্বন করুন। চাকরীর ক্ষেত্রে ভালো খবর আসতে পারে। বেশী খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে। সামান্য কোনো অশান্তি আদালত অবধি যেতে পারে। বন্ধুকে বিশ্বাস করার মাশুল গুনতে হবে। সন্তানের সাথে বিশেষ আলোচনা হতে পারে।
মিথুনঃ কর্মক্ষেত্রে নতুন চাকরীর সুযোগ পাবেন। অন্যের উপকার করতে গিয়ে সমস্যায় পড়তে হবে। অযাচিত ভাবে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বৃদ্ধি হবে।
কর্কটঃ সম্পত্তির বিষয়ে আইনী পথ অবলম্বন করতে হবে। নিজের ব্যক্তিগত কোনো ঝামেলা বন্ধুর দ্বারা সমাধান হবে। বাড়িতে অতিথির সমাগম হতে পারে। শান্ত মনে থাকলে পরিস্থিতি স্বাভাবিক থাকবে। নয়তো বিপদ আসতে পারে।
সিংহঃ যানবাহনে চলার সময় সর্তক থাকতে হবে। অযাচিত ভাবে যেকোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তান নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে।
কন্যাঃ উচ্চশিক্ষায় সফলতার যোগ আছে। সম্পত্তি কেনা-বেচার শুভ সময়। সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। নতুন কোনো ব্যবসা শুরু করার যোগ আছে। সাবধানে চলাফেরা করতে হবে।
তুলাঃ কর্মক্ষেত্রে নিজের প্রতিভা তুলে ধরলে লাভবান হবেন। আপনার জীবনের সাথে জড়িত বহু ব্যক্তির আসল সত্যটি প্রকাশ্যে আসবে। ভাইয়ের সাথে ঝামেলা হতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। পরিবারের সাথে ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। ধার্মিক কাজে আগ্রহ বৃদ্ধি পাবে। মা-বাবার অসুস্থতা নিয়ে দুঃশ্চিন্তা থাকবে।
বৃশ্চিকঃ কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। বোধবুদ্ধি প্রয়োগ করে ইতিবাচক পন্থা অবলম্বন করে সমস্ত বিষয় সমাধান করতে হবে। আর্থিক সমস্যা কেটে যাবে। পথঘাটে সাবধানে চলাফরা করতে হবে।
ধনুঃ কাজে ব্যস্ত থাকবেন। কাজের চাপে ক্লান্ত হয়ে পড়বেন। সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সাথে অশান্তি হতে পারে। কিন্তু শীঘ্র কোথাও ছুটি কাটাতে পারেন। নতুন ব্যবসার যোগ আসতে পারে। গুরুজনদের অসুস্থতা নিয়ে চিন্তা বাড়তে পারে।
মকরঃ কোনো জটিল পরিস্থিতিতে জড়িয়ে থাকলে সমাধানের পথ পাবেন। বাড়তি উপার্জনের সম্ভাবনা আছে। চাকরীর ক্ষেত্রেও ভালো যোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে। ব্যবসায় ভালো যোগ আসতে পারে। পেটের সমস্যায় ভুগতে পারেন।
কুম্ভঃ বাড়তি খরচের সম্ভাবনা আছে। কিছু ব্যক্তির মোকাবিলায় কূটনীতির সাহায্য নিতে হবে। দাম্পত্য সুখ বজায় থাকবে। পথে চলাফেরার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে।
মীনঃ বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন। পরিস্থিতি অনুকূল থাকায় প্রতিটি ক্ষেত্রে সফলতা আসবে। কিন্তু অতিরিক্ত খরচের সম্ভাবনা রয়েছে। তবে জেদ বা রাগ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।