মিঠু রায়ঃ কলকাতাঃ গতকাল রাতে কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে দুষ্কৃতীর তাণ্ডব চলে। বেশ কয়েকজন দুষ্কৃতী এসে নিরাপত্তারক্ষীকে বেধড়ক মারধর করে মাথাও ফাটিয়ে দেয়। এছাড়া দু’টি অ্যাম্বুলেন্স ও একটি শববাহী গাড়িতেও ভাঙচুর চালায়। এই ঘটনায় যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
হাসপাতালের সুপার অরবিন্দ রায় জানান, “গতকাল রাতে ১০ থেকে ১২ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি হাসপাতালের সামনে এসে হাসপাতালের বাইরে থাকা অ্যাম্বুল্যান্স এবং শববাহী গাড়িতে ভাঙচুর চালাতে শুরু করে। হাসপাতালের নিরাপত্তারক্ষী বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাকে ঘিরে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয়”।
তবে মনে করা হচ্ছে এই ঘটনার সাথে অ্যাম্বুলেন্স চালকদের একাংশের বিরুদ্ধে ওঠা অক্সিজেন ফ্লোমিটার নিয়ে কালোবাজারির যোগসূত্র রয়েছে। সম্প্রতি অভিযোগ ওঠে যে, বেশ কয়েকজন অ্যাম্বুলেন্স চালক রোগীর পরিবারকে চড়া দামে অক্সিজেন ফ্লোমিটার বিক্রি করার চেষ্টা করছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাতে বাধা প্রদান করেছিল। এই ঘটনার পর হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্স ছাড়া অন্য অ্যাম্বুলেন্স হাসপাতালের বাইরে দাঁড়াতেও দেওয়া হয় না। আর সেই আক্রোশেই রাতের অন্ধকারেই ঘটনাটি ঘটানো হয়েছে।
যদিও এই ঘটনায় এখনো অবধি কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে।