ব্যুরো নিউজঃ চীনঃ এবার চীনে ল্যাংইয়া ভাইরাস বা লে-ভি নামে নতুন একটি ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। চীনের হেনান ও শ্যানডং অঞ্চলে বেশ কিছু মানুষের দেহে এই নতুন ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে। তাইওয়ান টিসিডিসি (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল) সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে, বিজ্ঞানীরা নতুন আবিষ্কৃত এই ভাইরাসটির চরিত্র সম্পর্কে যথেষ্ট অবগত নন। বিজ্ঞানীদের প্রাথমিক ধারণা, এই ভাইরাস ছাগলের মতো গবাদি পশু অথবা পোষা কুকুর থেকে মানবদেহে ছড়াচ্ছে। কিন্তু মানুষ থেকে মানুষে এই ভাইরাস ছড়ায় কি না এখনো অবধি তা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। তাই প্রশাসন জিনগত পরীক্ষা করতে চলেছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই ভাইরাসের সংক্রমণে জ্বর, কাশি, ক্লান্তি, বমি ভাব, পেশির সমস্যা, খিদে কমে যাওয়া এবং মাথা ঘোরানোর মতো একাধিক উপসর্গ দেখা দিচ্ছে। তবে এই ভাইরাসটির আক্রমণে দেহের শ্বেত রক্তকণিকার সংখ্যা কমে যাচ্ছে। এমনকি লিভার ও কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গও খারাপ হয়ে যাচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here