নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ কয়েক মাস আগে ধীরজ মালহোত্র বিসিসিআইয়ের জেনারেল ম্যানেজারের পদ ছেড়ে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সাথে যুক্ত হয়েছেন। তাই এবার বিসিসিআইয়ের নতুন জেনারেল ম্যানেজার হতে চলেছেন ভারতের প্রাক্তন পেসার আবে কুরুভিল্লা।
গতকাল বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে কুরুভিল্লার নাম জেনারেল ম্যানেজার হিসাবে অনুমোদন করা হয়েছে। আগে কুরুভিল্লা জুনিয়র জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান ছিলেন। সেই পদে চার বছর থাকার পরে গত বছর কুরুভিল্লা অজিত আগরকরকে টপকে পশ্চিমাঞ্চলের জাতীয় নির্বাচক করা হয়েছিল।
কিন্তু জাতীয় স্তরে নির্বাচক হিসেবে পাঁচ বছর পূর্ণ হওয়ায় সেই পদ ছাড়তে হয়। তবে এবার জেনারেল ম্যানেজার পদে বসবেন। উল্লেখ্য যে, কুরুভিল্লা ভারতের হয়ে মোট ১০ টি টেস্ট খেলেছেন।