রায়া দাসঃ কলকাতাঃ কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরার উপর আরো চার সপ্তাহের স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে। তাই আপাতত স্বস্তিতে পার্থ চট্টোপাধ্যায়।
পার্থ চট্টোপাধ্য়ায়ের সিবিআই দপ্তরে হাজিরা নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই বিষয়ে ডিভিশন বেঞ্চ জানায় যে, সিবিআই আদালতের কোনো অনুমতি ছাড়া এই সমস্ত মামলায় কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। ১৩ ই মে পরবর্তী শুনানি হবে। এই চার সপ্তাহের মধ্যে রঞ্জিত কুমার বাগের কমিটিকে গ্রুপ সি নিয়োগ নিয়েও রিপোর্ট জমা দিতে হবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ বিকেল সাড়ে ৫ টার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেন। কারণ নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলা ও অঙ্কের শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতির তদন্তভারের দায়িত্ব সিবিআইকে দেন।
একইসাথে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় তাঁর রায়ে আরো স্পষ্ট করে জানিয়ে দেন যে, “পার্থ চট্টোপাধ্যায় কোনোভাবেই সিবিআই হাজিরা এড়াতে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না।” কিন্তু সিঙ্গল বেঞ্চের এই নির্দেশের পর গতকালই ডিভিশন বেঞ্চ সিবিআই দপ্তরে হাজিরা সংক্রান্ত সমস্ত নির্দেশিকার উপরে স্থগিতাদেশ জারি করে।
ডিভিশন বেঞ্চের মতে, ডিভিশন বেঞ্চ একই বিষয়ের মামলার শুনানি গ্রহণ করছে। তাই একই বিষয়ে সিঙ্গল বেঞ্চ কখনো নির্দেশিকা জারি করতে পারে না। আর এদিন আরো চার সপ্তাহের স্থগিতাদেশের নির্দেশ জারি করা হয়েছে।