নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ শালিমারে ঢোকার আগে আজ ভোর ৫টা ৪৫ মিনিট নাগাদ নলপুরের কাছে ডাউন শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। ফলে ট্রেনের তিনটি কামরা পর পর লাইনচ্যুত হয়ে যায়। এর মধ্যে একটি পার্সেল ভ্যান হলেও দু’টি কামরায় যাত্রীরা ছিলেন। তবে এখনো অবধি কোনো হতাহতের খবর নেই।
রেল সূত্রে খবর, এক্সপ্রেসটি সেকেন্দ্রাবাদ থেকে শালিমারের দিকে আসছিল। কিন্তু হঠাৎ বিকট শব্দে প্রবল ঝাঁকুনি দিয়ে ট্রেনটি কেঁপে উঠতেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে নলপুরের কাছে ট্রেনের গতি কম থাকায় বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, যে লাইনে ট্রেনটির ঢোকার কথা ছিল, সেখানে না ঢুকে ইঞ্জিন পাশের লাইনে চলে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটে। কিন্তু ট্রেনটির গতি বেশী থাকলে ভয়াবহ দুর্ঘটনার আকার নিত। এই দুর্ঘটনার জেরে রেলের দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ায় যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন। তবে দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে নেমে অনেকে হেঁটেই গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এদিকে, বার বার এই ধরণের দুর্ঘটনা ঘটায় যাত্রী সুরক্ষা নিয়ে যথেষ্ট প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ।