চয়ন রায়ঃ কলকাতাঃ আজ সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে Reliance Jio এর নেটওয়ার্ক ডাউন। আর তাই ইন্টারনেট থেকে ফোন কল কিচ্ছু হচ্ছে না। এর ফলে জিও গ্রাহকরা অত্যন্ত সমস্যার মধ্যে পড়েছেন।
যার জেরে এই বিষয়ে টুইটারে একাধিক গ্রাহক সরব হয়েছেন।
এর আগে গত সোমবার প্রায় ৭ ঘণ্টারও বেশী সময় ধরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রামের মতো ভীষণ গুরুত্বপূর্ণ তিনটি প্ল্যাটফর্মের পরিষেবা বন্ধ ছিল।