Indian Prime Time
True News only ....

আর 4G নয় 5G নিয়ে আসছে JIO

ওয়েব ডেস্কঃ প্রতি বছরেই গ্রাহকদের জন্য নতুন নতুন ধামাকা নিয়ে আসে জিও। আর আগামী বছর ২০২১ এই 4G ছেড়ে 5G নিয়ে আসার বড়োসড়ো ঘোষণা করলেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। প্রথমবার দেশে 4G পরিষেবা এনে সাড়া ফেলে দিয়েছিল রিলায়েন্স জিও। এবার আরও এক ধাপ এগিয়ে 5G নিয়ে আসতে চলেছে রিলায়েন্স কর্তৃপক্ষ ।

ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে উপস্থিত হয়ে মুকেশ আম্বানি জানান, ২০২১-এর দ্বিতীয়ার্ধে এই পরিষেবা চালু করা হবে। দেশেই এই 5G নেটওয়ার্ক তৈরি করা হবে। যা প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত তৈরির লক্ষ্যকে অনেকটা ধাপ এগিয়ে নিয়ে যাবে। আর তাঁর এই ঘোষণাতে বেজায় খুশী গ্রাহকরা।

 

 

Get real time updates directly on you device, subscribe now.