Indian Prime Time
True News only ....

যাদবপুরের উপাচার্যকে বহিষ্কার করলেন রাজ্যপাল

- sponsored -

- sponsored -

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সমাবর্তনের আগের দিনই যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউকে রাজ্যপাল সিভি আনন্দ বোস বহিষ্কার করলেন। রাজভবনের তরফে জানানো হয়েছে যে, বুদ্ধদেব সাউ রাজভবনের নির্দেশ উপেক্ষা করে সমাবর্তন করার সিদ্ধান্ত নেওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়েছে।

পাশাপাশি রাজভবনের তরফে বিবৃতি জারি করে এই সমাবর্তনকে “বেআইনী সমাবর্তন” বলেও আখ্যা দেওয়া হয়েছে। এই নির্দেশের পর বুদ্ধদেব সাউ জানান, “এখনো আমি কোনো চিঠি পাইনি ও দেখিনি। আমাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষী ফোন করেছিল। তারা জানিয়েছে যে একটি চিঠি এসেছে। বিশ্ববিদ্যালয় হাজার হাজার ছাত্র-ছাত্রীদের ব্যাপারে কি করবে সেটা সরকার দেখুক।”

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন আবুটার পক্ষ থেকে রাজ্যপালের এই সিদ্ধান্তের তীব্র বিরোধীতা জানানো হয়েছে। কিন্তু সিভি আনন্দ বোসের এই নির্দেশের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠান স্থগিত রাখছে নাকি, তা নিয়ে এখনো অবধি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হয়।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই নিয়ে বলেন, “এই নির্দেশের মাধ্যমে প্রমাণ করে উনি উচ্চশিক্ষা দপ্তরকে ভেঙে দিতে চাইছেন। সুপ্রিম কোর্টের আইনকেও সম্মান দিচ্ছেন না। বিশ্ববিদ্যালয়গুলিতে স্থিতাবস্থা বজায় রাখার কথা আদালত বললেও তা করছেন না।” রাজভবনের আপত্তি সত্ত্বেও গতকাল বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমন্ত্রণ পত্র বিলি করা হয়। কিন্তু এতো বাধা সত্ত্বেও এই সমাবর্তন অনুষ্ঠান আদৌ কার্যকর হবে কিনা এখন সেটাই দেখার।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored