চয়ন রায়ঃ কলকাতাঃ আজ কেন্দ্র দেশের জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির সেরা তালিকা প্রকাশ করেছে। যেখানে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের জাতীয় তালিকায় এবার চতুর্থ স্থানে বাংলার যাদবপুর বিশ্ববিদ্যালয় ও অষ্টম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম উঠে এসেছে।
দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের শিরোপা পেয়েছে আইআইএসসি বেঙ্গালুরু। আর দ্বিতীয় স্থানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে। এছাড়া দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের একটি সার্বিক তালিকাও প্রকাশিত হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
যার শীর্ষে আইআইটি মাদ্রাজের নাম রয়েছে ও পঞ্চম স্থানে বাংলার আইআইটি খড়্গপুরের নাম রয়েছে। এমনকি দেশের সেরা কলেজের তালিকায় অষ্টম স্থানে বাংলার সেন্ট জেভিয়ার্স কলেজের নাম রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই তালিকা প্রকাশ হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্কিকা এবং ছাত্র-ছাত্রীদের টুইট করে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘এনআইআরএফ র্যাঙ্কিংয়ে রাজ্যে প্রথম ও দ্বিতীয় স্থানে যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। কলেজের মধ্যে দেশে অষ্টম স্থানে সেন্ট জেভিয়ার্স কলেজ। শিক্ষক-শিক্ষার্থীদের আমার শুভেচ্ছা।’
Sponsored Ads
Display Your Ads Here
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য স্যমন্তক দাস জানান, ‘‘আমরা যথেষ্ট অনুদান পাই না। করোনার সময় অনেক অসুবিধা সত্ত্বেও যে আমরা আমাদের র্যাঙ্ক ধরে রাখতে পেরেছি, তা শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের জন্য যথেষ্ট আনন্দের।’’
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ও এ প্রসঙ্গে বলেন, ‘‘সর্বভারতীয় র্যাঙ্কিংয়ের তালিকায় প্রথম দশে রাজ্যের যে দু’টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে তা অত্যন্ত আনন্দের।
রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হিসাবে আমাদের অনেক রকম প্রতিকূলতা নিয়ে কাজ করতে হয়। তার মধ্যেও যে আমরা ভালো ফল করতে পেরেছি, জেনে ভালো লাগছে।’’