চয়ন রায়ঃ কলকাতাঃ কলকাতা পুরসভায় বেশ কয়েক জন চাকরীর নিয়োগপত্র মেল মারফত পেয়েছিলেন। কিন্তু পরে জানা যায় সেই নিয়োগপত্র পুরোটাই ভুয়ো। তাই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছেন।
এই ঘটনায় প্রতারি্ত এক জন যুবক বিষয়টি পুরসভার প্রকাশ্যে আনেন। তিনিও মেলের মাধ্যমে চাকরীর ভুয়ো নিয়োগপত্র পেয়েছিলেন। এরপর সাইবার ক্রাইম শাখায় পুরসভার সচীব হরিহরপ্রসাদ মণ্ডল এই বিষয়ে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পুরসভার সচীবের ইমেল আইডির মতো একটি ভুয়ো আইডি তৈরী করে ভুয়ো কিছু নথিও তৈরী করা হয়। আর সেই ভুয়ো আইডি থেকে চাকরীর ইমেল পাঠানো হয়। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে নদীয়ার রানাঘাটের ধানতলা ও তাহেরপুর এলাকায় তল্লাশি চালায়।
এরপরই ২৭ বছর বয়সী অভিজিৎ সাধু এবং ৩০ বছর বয়সী রকি মৃধা নামে দুই জন যুবককে গ্রেফতার করা হয়। অভিজিৎ ও রকির কাছ থেকে মোবাইল, ল্যাপটপ এবং সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। আজ অভিযুক্তদের আদালতে হাজির করানো হয়েছে।