অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সকালবেলা থেকেই তীব্র রোদের তাপে নাজেহাল রাজ্যবাসী। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা সহ বিভিন্ন জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে বৃহস্পতিবার অবধি রাজ্যের বিভিন্ন জেলায় কলকাতা, হাওড়া, হুগলী, নদীয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা ও দক্ষিণ চব্বিশ পরগণায় বৃষ্টি হতে পারে। এছাড়া ঘণ্টায় ৩০ কিলোমিটার থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এদিন এবং আগামীকাল মালদা, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
এছাড়া এও জানা গিয়েছে যে ,আগামী পাঁচ দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রী সেলসিয়াসের কাছে থাকতে পারে।