ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ গতকাল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করার পর থেকেই ইমরান খানের সমর্থকেরা পথে নেমেছেন। একদিকে যেমন ভাঙচুর চলছে তেমন সরকারী দপ্তর ঘেরাও চলছে। যেমন পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) সমর্থকেরা লাহোর, করাচি, পেশোয়ার ও রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরের ফটক ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়।
সূত্রের খবর, আজ তাঁকে ইসলামাবাদ হাইকোর্টে হাজির না করে আপাতত চার থেকে পাঁচ দিন ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) হেফাজতে রাখা হবে। সেখানেই শুনানি হবে। এদিকে এই ঘটনায় পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে এক জনের মৃত্যুও হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
অর্থাৎ ইমরান খানের গ্রেফতারীর প্রতিবাদে পাকিস্তান জুড়ে বিক্ষোভের পরিস্থিতি তৈরী হয়। রাতেরববেলা সাময়িক বিরতির পর এদিন সকালবেলা থেকেই পিটিআই সমর্থকদের ইসলামাবাদে জড়ো হতে নির্দেশ দিয়েছে। আর ইমরান খান মুক্তি না পাওয়া অবধি পিটিআই রাস্তায় থাকবে বলে জানিয়ে দিয়েছে। অন্যদিকে এখনো ইসলামাবাদে ১৪৪ ধারা জারি রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here