নিজস্ব সংবাদদাতাঃ কলকাতাঃ দীর্ঘ প্রতীক্ষার পর আইএসএফ (ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট) তাদের প্রতীক পাচ্ছে। শীঘ্রই ফুরফুরা শরিফ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
২০২১ সালের আসন্ন নির্বাচনে বিরোধীদের সাফ করতে বাম-কংগ্রেস ও আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জোট বেঁধেছে। সংখ্যালঘু ভোটের কথা খেয়াল রেখে আব্বাস সিদ্দিকির দলকে মোট ৩৭ টি আসন দেওয়া হয়। কিন্তু তাঁর দল আইএসএফের প্রতীক চিহ্ন না থাকায় বিভিন্ন জটিলতা তৈরি হয়েছিল। প্রতীক চিহ্ন না পাওয়ায় প্রার্থী তালিকা ঘোষণার পর তাদের প্রচার নিয়েও নানা ধরণের সংকট সৃষ্টি হচ্ছিল।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মনোনয়ন পেশ না করা পর্যন্ত অস্বীকৃত কোনো রাজনৈতিক দলের আগে থেকে কোনো প্রতীক পাওয়া যায় না। এক্ষেত্রে প্রার্থীকে বলা হয় যে, কমিশনের তালিকায় থাকা প্রতীক থেকে নিজের পছন্দের প্রতীক বেছে আবেদন করতে। এরপরই প্রতীক পাওয়া যায়। আর সেই নিয়ম অনুযায়ী আগামীকাল আইএসএফ প্রতীক পাবে। গতকালই প্রথমদফার তিনজন প্রার্থী মনোনয়ন পেশ করবে।