মিঠু রায়ঃ কলকাতাঃ এবার অভিযোগের কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী উত্তর কলকাতার মানিকতলার কাদাপাড়া শীতলামন্দির এলাকায় ভোট চলাকালীন এক বৃদ্ধা ভোটারকে মারধর করার পাশাপাশি ভোটারদের হুমকি দেন, “শীতলকুচি করব”।
অন্যদিকে আবার তৃণমূল কর্মীরা মানিকতলাতেই বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। কল্যাণ চৌবে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। কল্যাণ চৌবের অভিযোগ, “তাঁকে মারধর করা হয়েছে। আর তাঁকে দেখে গো ব্যাক শ্লোগান দেওয়া হয়”।
এই ঘটনায় মানিকতলার তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডের দাবী, “বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে এলাকায় ঝামেলা করতে এসেছেন। কল্যাণ চৌবে এখানে এসে মহিলা কাউন্সিলরের গলা টিপে ধরেছেন। এতো অসভ্য প্রার্থী আমি আগে কখনো দেখিনি”।
অপরদিকে বিজেপি প্রার্থী দেবদত্ত মাঝি চৌরঙ্গি বিধানসভার রানি রাসমণি হাইস্কুলের সামনে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। দেবদত্ত মাঝির অভিযোগ, “স্থানীয় তৃণমূল নেতা পুলিশের সামনেই ভোটারদের প্রভাবিত করছেন”। যদিও তৃণমূল পুরো অভিযোগ অস্বীকার করেছে।