নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গত ৩টে ত্রৈমাসিকে ক্রমাগত বৃদ্ধির মুখ দেখেছে জিডিপি। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে যে বৃদ্ধির হার ছিল ৭.৮ শতাংশ দ্বিতীয় ত্রৈমাসিকে সেই হার বেড়ে দাঁড়িয়েছে ৮.২ শতাংশ। গত অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে এই হার ছিল ৫.৬ শতাংশ।

ভারতের অর্থনীতির এই গতিতে বেশ অবাক হয়েছেন বিশেষজ্ঞরা। কারণ, ইতিমধ্যেই ভারতের উপর বিরাট একটা ট্যারিফ বসিয়েছে আমেরিকা। আর এর ফলে ধাক্কা খেয়েছে ভারতের অর্থনীতি। রিজার্ভ ব্যাঙ্ক বা একাধিক বিশেষজ্ঞ মনে করেছিল ৭ শতাংশ থেকে ৭.৩ শতাংশের মধ্যে বাড়বে ভারতের জিডিপি। আর সেখানে গত ত্রৈমাসিকে বৃদ্ধির হাত দাঁড়িয়েছে ৮.২ শতাংশ। এই দুরন্ত বৃদ্ধিই ভারতকে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির তকমা ধরে রাখতে সাহায্য করেছে।

ভারতের জিডিপির এই বৃদ্ধির পিছনে রয়েছে মূলত ২টি কারণ। ভারতের সেকেন্ডারি ও টার্সিয়ারি সেক্টর বেড়েছে চড়চড়িয়ে। উৎপাদন ক্ষেত্রের বৃদ্ধি হয়েছে ৯.১ শতাংশ। নির্মাণ ক্ষেত্র বেড়েছে ৭.২ শতাংশ। সব মিলিয়ে সেকেন্ডারি সেক্টর বেড়েছে ৮.১ শতাংশ। অন্যদিকে টার্সিয়ারি সেক্টর বেড়েছে ৯.২ শতাংশ। এর মধ্যে ফাইনান্স, রিয়েল এস্টেট এবং প্রফেশনাল সার্ভিসেস বেড়েছে ১০.২ শতাংশ হারে।
Sponsored Ads
Display Your Ads Here
তবে শুধু উৎপাদন নয়, মানুষের ব্যক্তিগত ব্যয়ও বেড়েছে। সাধারণ মানুষের ব্যক্তিগত খরচও দ্বিতীয় ত্রৈমাসিকে বেড়েছে ৭.৯ শতাংশ। যা গত বছর ছিল ৬.৪ শতাংশ। এটি ইঙ্গিত দেয়, দেশের অভ্যন্তরীণ চাহিদা এখনও একটুও কমেনি। কিন্তু চিন্তা বাড়াচ্ছে দেশের এগ্রিকালচারাল সেক্টর। কৃষিক্ষেত্র বেড়েছে মাত্র ৩.৫ শতাংশ। গ্রামীণ অর্থনীতি অনেকাংশে এই কৃষ্টিক্ষেত্রের উপর নির্ভরশীল। আর সেই কারণেই চিন্তা বাড়ছে বিশেষজ্ঞদের। সব মিলিয়ে ভারতের কাছে অর্থনীতির এই দুর্দান্ত গতি ধরে রাখাটা একটা বিরাট চ্যালেঞ্জ।










