নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ আজ রাজস্থানের জয়সলমীরে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। তবে মরু এলাকা হওয়ায় জনবহুল না থাকার ফলে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকা হওয়ায় নিরাপত্তার দিক থেকে এই এলাকাটি অত্যন্ত স্পর্শকাতর বলে মনে করা হয়।
বায়ুসেনা সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনার লাইটওয়েট বা হালকা ওজনের যুদ্ধ বিমান (এলসিএ) তেজস অপারেশনাল ট্রেনিং প্রক্রিয়া চলাকালীন ভেঙে পড়তেই বিমানে থাকা পাইলটকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে কোর্ট অব ইনকোয়ারী গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here