ব্যুরো নিউজঃ টোকিওঃ দীর্ঘদিনের প্রত্যাশার পর একটানা ৪১ বছরের তীব্র খরা কাটিয়ে এবার পুরুষ হকি দল অলিম্পিকে দেশকে পদক এনে দিল। ভারতীয় পুরুষ হকি দল প্রতিপক্ষ জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন। দলগত ইভেন্ট হলেও টোকিও অলিম্পিকে এটি ভারতের চতুর্থ পদক।
যদিও এদিন ভারত খেলার শুরুতেই ১-৩ গোলে পিছিয়ে ছিল। কিন্তু দ্বিতীয় কোয়ার্টার থেকে ঘুরে দাঁড়াতে শুরু করে। দ্বিতীয় কোয়ার্টার দুই দল মিলিয়ে পাঁচ গোল করে। এরপর আবার জার্মানি এগিয়ে গেলেও তৃতীয় কোয়ার্টারে পাওয়া পেনাল্টিকে রূপিন্দর পাল সিং গোলে রূপান্তরিত করেন। তারপর ধীরে ধীরে কিছুক্ষণের মধ্যেই লিড বাড়িয়ে জার্মানির বিরুদ্ধে ৫-৩ গোলে এগিয়ে যান।
চার কোয়ার্টার শেষে ভারত জার্মানদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে নিজেদের পক্ষে ৫-৪ গোলে ম্যাচ শেষ করে। ভারতীয় পুরুষ হকি দল নিজেদের মনোবল শক্ত করে অলিম্পিকে পদক জেতাকে লক্ষ্য করে হাড্ডাহাড্ডি লড়ে ম্যাচে জয়ী হয়। প্রথমবার ভারত ব্রোঞ্জ পদকের ম্যাচে এগিয়ে যায়।
প্রসঙ্গত, ১৯৮০ সালে শেষবার ভারত অলিম্পিকে সোনা জিতেছিল। এদিন ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং জানান, “এই পদক কোভিড যোদ্ধা ও ফ্রন্টলাইন কর্মীদের উত্সর্গ করা হয়েছে”।
এদিকে টোকিও অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি দলের পদক নিশ্চিত হতেই অভিনন্দন বার্তা এসে চলেছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী থেকে রাহুল গান্ধী সকলেই শুভেচ্ছা জানিয়ে টুইটারে টুইট করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লিখছেন, ”ঐতিহাসিক! আজকের দিন সকল ভারতীয়র মনে থাকবে। ৪১ বছর পর ভারত ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচ খেলতে নেমেছিল। প্রতিপক্ষ জার্মানি ছিল। শেষ অবধি ভারতীয় পুরুষ হকি দল জয় ছিনিয়ে নিল। টোকিও অলিম্পিক্সে প্রথম থেকেই ভারতীয় পুরুষ হকি দলের পারফরম্যান্স খারাপ ছিল না। টানা চার ম্যাচ জিতে সেমিফাইনালের লড়াই ছিল”।