Indian Prime Time
True News only ....

আফগান নাগরিকদের পাশে থাকার আশ্বাস ভারতের

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ তালিবানরা কাবুলে নতুন করে সরকার গড়ে তুলতে চাওয়ায় আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি নিজের পদ থেকে ইস্তফা দিলে অবশেষে গতকাল তালিবানরা আফগানিস্তান দখল করলো। অর্থাৎ কুড়ি বছর পরে আরো একবার তালিবানরা মসনদে ফিরে এলো।

এর আগেই তালিবানরা হুঁশিয়ারি দিয়েছিল, ভারত সৈন্যবল ব্যবহার করলে পরিস্থিতি ভালো হবে না। সেই সূত্র ধরেই এবার ভারত নতুন পদক্ষেপ নিল। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার আফগান নাগরিকদের পাশে দাঁড়ালো। ভারত হিতৈষী আফগান নাগরিকদের আশ্রয় দানের সিদ্ধান্ত নেওয়া হলো। জানা যায় আফগান নাগরিকরা বিপদের কারণে ভারতে বসবাস করার জন্য দীর্ঘমেয়াদী ভিসা পেতে পারে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

প্রসঙ্গত উল্লেখ্য, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আমেরিকাও শুরু থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছে। কার্যত আমেরিকার সৈন্যবল সরে যাওয়ার পর থেকেই তালিবানরা আফগানিস্তানে সক্রিয় হয়ে উঠতে শুরু করে। এখন তালিবানরা গোটা আফগান দখল করেছে।

ভারতের পাশাপাশি আমেরিকা কানাডা সহ অন্যান্য রাষ্ট্রগুলিও আফগান নাগরিকদের আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাইডেন প্রশাসন আফগান নাগরিক অর্থাৎ যাদের মধ্যে রয়েছেন লেখক, সমাজসেবী ও মানবাধিকার কর্মীরা তাদের ইতিমধ্যেই ভিসা দেওয়া শুরু করেছে।

অন্যদিকে কানাডাও সমাজসেবী, মহিলা নেত্রী, মানবাধিকার কর্মী সহ প্রায় কুড়ি হাজার মানুষকে আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করেছে। তালিবানরা এই মহিলা নেত্রীদের উপর যথেষ্ট চাপ সৃষ্টি করেছিল।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored