Indian Prime Time
True News only ....

শ্রীলঙ্কাকে আর্থিক সাহায্য করতে ৪০ হাজার টন ডিজেল দিয়েছে ভারত

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

ব্যুরো নিউজঃ শ্রীলঙ্কাঃ অর্থনৈতিক দিক থেকে শ্রীলঙ্কার হাল একেবারে ধসে পড়েছে। আজকের প্রকাশিত সরকারী তথ্য অনুযায়ী, মার্চ মাসে শ্রীলঙ্কার মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৮.৭ শতাংশ। খাদ্যদ্রব্যের ক্ষেত্রে মূল্যবৃদ্ধি ৩০ শতাংশের বেশী।

এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশে জরুরী অবস্থা ঘোষণা করেছেন। এরই মধ্যে শ্রীলঙ্কাকে ভারত একটি জাহাজে ৪০ হাজার টন ডিজেল তেল দিয়ে সাহায্য করেছে। যেই জাহাজ কলম্বো উপকূলে এসে পৌঁছেছে।

প্রসঙ্গত গত মঙ্গলবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিমস্টেক সম্মেলনে যোগ দিতে কলম্বো গিয়ে শ্রীলঙ্কাকে কম সুদে ১০০ কোটি ডলার (প্রায় ৭,৬০০ কোটি টাকা) ঋণ দেওয়ার কথা বলেছিলেন। তারই সাহায্যে আপাতত জ্বালানী সঙ্কট কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। 

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

তবে শ্রীলঙ্কার পেট্রোলিয়ামমন্ত্রী উদয় গমনপিলা জানিয়েছিলেন, “বিদেশী মুদ্রার সঞ্চয় তলানিতে ঠেকায় দু’টি জাহাজে করে বাইরে থেকে তেল এলেও ডলারের অভাবে তা হাতে নেওয়া যাচ্ছে না। জ্বালানী সঙ্কটের কারণে রাজধানী কলম্বো সহ দেশের বিভিন্ন অংশে পেট্রোল পাম্পগুলিতে দীর্ঘ লাইন পড়েছে।

সরবরাহ বাড়ন্ত হওয়ায় অশান্তির ঘটনাও ঘটছে।” এই পরিস্থিতিতে গোতাবায়া রাজাপক্ষে পেট্রোল পাম্পগুলিতে নজরদারীর জন্য সেনা নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। এদিকে ডিজেলের অভাবে গণপরিবহন ব্যবস্থা কার্যত স্তব্ধ হয়ে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। 

অন্যদিকে রান্নার গ্যাসের অভাবেও অনেক জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। উল্লেখ্য এই যে, ১৯৪৮ সালে ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের পরে দক্ষিণ-এশিয়ার এই দ্বীপরাষ্ট্রের এরকম অর্থনৈতিক মন্দা কখনো আসেনি। 

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored