নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ ইন্ডিয়া জোট মহারাষ্ট্রে ভোটের হার কিছুতেই মানতে পারছে না। আর তাই ইন্ডিয়া জোট মহারাষ্ট্র নির্বাচনে কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে।
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর থেকেই মহা বিকাশ আগাড়ি জোট ইভিএম কারচুপির অভিযোগ তুলেছিল। এনসিপি নেতা প্রশান্ত জগপত জানান, “নির্বাচন হওয়ার তিন দিন আগেও ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়া ও নতুন নাম সংযোজন করা হয়েছে। এর সাপেক্ষে প্রমাণও রয়েছে।” কিন্তু নির্বাচন কমিশন সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিল। তবে এবার ইন্ডিয়া জোট সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে। জানা গেছে, গতকাল রাতেরবেলা শরদ পওয়ারের বাড়িতে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রের খবর, আগামী ১৩ ই ডিসেম্বর সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হবে। এই বৈঠকে ইন্ডিয়া জোটের নেতা তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল সহ আইনজীবী অভিষেক মনু সিংভি উপস্থিত ছিলেন। মহারাষ্ট্রের পাশাপাশি হরিয়ানা বিধানসভা নির্বাচনেও এই কারচুপি হয়েছে বলে দাবী করা হয়েছে। একাধিক কারচুপির কারণে লোকসভা থেকে বিধানসভার ফলাফল সম্পূর্ণ অন্যরকম হয়েছে বলে অভিযোগে উঠে এসেছে।