নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বেলিয়াবেড়া থানার রামগড় গ্রামে নির্দলের সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের দিকে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ন’জন পুরুষ-মহিলা। তবে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।
গুরুতর ভাবে আহত নির্দলের সমর্থক চন্দ্রকান্ত দে জানান, ‘‘সকালবেলা ছেলেকে বাসস্ট্যান্ডে ছাড়ার জন্য গিয়েছিলাম। আচমকা ওই সময় তৃণমূলের লোকজন চড়াও হয়ে বেধড়ক করে মাথা ফাটিয়ে দেন। গ্রামের লোক খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হলে তাদেরও বেধড়ক মারধর করা হয়। ভোটের ফলঘোষণার পর গতকাল রাতেরবেলা থেকে তৃণমূল গ্রামে তাণ্ডব চালাচ্ছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
তৃণমূলকে ভোট দেওয়া হয়নি বলে মারধর করা হয়েছে।’’ এই ঘটনায় আহতদের জেলার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি মারধরের অভিযোগ ওঠার পর এলাকায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে। গোপীবল্লভপুর দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি টিঙ্কু পাল বলেন, ‘‘এই ঘটনার সাথে তৃণমূল কোনো ভাবে যুক্ত নয়।
নির্দল প্রার্থী এলাকায় হেরে গিয়েছেন। তাই তৃণমূলের নামে বদনাম করার জন্য পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছেন। আর নির্দলের সমর্থকেরাই এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের উপর চড়াও হন। এরপর গ্রামবাসীরা প্রতিরোধ করেন। আমরা এই এলাকায় ব্যাপক ভাবে জয়লাভ করেছি, ফলে গন্ডগোল করার কোনো প্রশ্নই ওঠে না।’’