নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ সংসদে বাজেট অধিবেশন। আর বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারাম বড়ো ঘোষণা করলেন। এদিন নির্মলা সীতারাম ১২ লক্ষ টাকা অবধি আয়ে কোনো আয়কর দিতে হবে না দেওয়ার কথা ঘোষণা করলেন। এদিন বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী জানান, ‘‘সরকারী ও বেসরকারী সংস্থার বেতনভোগীদের বছরে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে করের পরিমাণ শূন্য রাখা হয়েছে।’’
গত বছরের পূর্ণাঙ্গ বাজেটে নির্মলা সীতারাম নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করেন। এবার ওই নিয়মের কোনো পরিবর্তন করেননি। এদিন বাজেট বক্তৃতায় নতুন কর কাঠামোয় করের নয়া স্ল্যাব ঘোষণা করে বলেন, ‘‘নতুন স্ল্যাবে শূন্য থেকে চার লক্ষ টাকা অবধি আয়ে করের পরিমাণ শূন্য রাখা হয়েছে। এরপর চার লক্ষ থেকে আট লক্ষ টাকা আয়ে পাঁচ শতাংশ, আট লক্ষ থেকে বারো লক্ষ টাকা আয়ে দশ শতাংশ এবং বারো লক্ষ থেকে ষোলো লক্ষ টাকা আয়ে পনেরো শতাংশ কর দিতে হবে।
তবে বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ে সরকার বিভিন্ন ভাবে করে ছাড় দেবে। এছাড়া ষোলো থেকে কুড়ি লক্ষ টাকা আয়ে কুড়ি শতাংশ, কুড়ি থেকে চব্বিশ লক্ষ টাকা আয়ে ২৫ শতাংশ ও ২৪ লক্ষের উপরে আয়ের ক্ষেত্রে ত্রিশ শতাংশ কর ধার্য করা হয়েছে।’’ পাশাপাশি বক্তৃতায় আগামী সপ্তাহে নতুন আয়কর বিল আসবে বলে ঘোষণাও করেন। সেখানে করের নিয়ম অনেক সহজ করা হবে বলে স্পষ্ট করেছেন।
এতদিন অবধি তিন থেকে সাত লক্ষ টাকা আয়ে পাঁচ শতাংশ কর দিতে হতো। আর সাত থেকে দশ লক্ষ টাকা আয়ে দশ শতাংশ, দশ থেকে বারো লক্ষ টাকা আয়ে পনেরো শতাংশ, বারো থেকে পনেরো লক্ষ টাকা আয়ে কুড়ি শতাংশ এবং পনেরো লক্ষ টাকার বেশী আয়ের ক্ষেত্রে দিতে হত ত্রিশ শতাংশ কর কর ধার্য করা হতো।