নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গতকাল ভোরবেলা থেকে আজ সকাল অবধি টানা ৩০ ঘণ্টা তল্লাশি চালানোর পর আয়কর দপ্তর হুগলীর হিন্দমোটরের নিউ স্টেশন রোডের সুমঙ্গল রিজেন্সি নামে একটি আবাসনের দোতলার ফ্ল্যাট থেকে এক জন প্রৌঢ়কে আটক করলো।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটটির মালিক রাজেশ ঢনঢনিয়া। রাজেশবাবু একাধিক সংস্থার ডিরেক্টর। গতকাল আয়কর দপ্তরের আধিকারিকরা তিনটি গাড়ি চড়ে ওই আবাসনে গিয়েছিলেন। এরপর থেকে তল্লাশি শুরু হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
শুধু এর মাঝে কয়েক জন আধিকারিক দু’টি গাড়িতে চড়ে ওই আবাসন থেকে বেরিয়ে যান। তারপর আবার একটি প্রিন্টার নিয়ে ফিরে যান। এমনকি কয়েক বার খাবারের প্যাকেটও নিয়ে যান। আবাসিকরা আচমকা এই এক টানা তল্লাশির পর তাকে নিয়ে কলকাতার উদ্দেশ্য রওনা হতেই রীতিমতো চমকে যান।