এই শহরে সমুদ্রের উপর দিয়েই চলছে বাস

Share

মিনাক্ষী দাসঃ আমাদের ভারতবর্ষে এমন অনেক অসাধারণ জায়গা আছে যা এখনো আমাদের কাছে সম্পূর্ণ অজানা। এমনকি রহস্যময়ও বটে!!

আর এরকমই একটি রহস্যে পরিপূর্ণ একটি শহর হলো ভারতের তামিলনাড়ুতে অবস্থিত ধনুশকোডি শহর। যা শ্রীলঙ্কার সর্বশেষ সীমান্ত। শ্রীলঙ্কা থেকে এই শহরটি মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত। এই শহর শ্রীলঙ্কার তালাইমান্না ও পম্বম সেতুর মাধ্যমে ভারতবর্ষের ভূখণ্ডের সাথে জড়িত রয়েছে।


ধনুশকোডি শহরের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানে সমুদ্রের উপর দিয়ে বাস চলাচল করে। আর এই আশ্চর্যকর দৃশ্যের সাক্ষী বহু পর্যটক।


এছাড়াও এই শহরের সমুদ্রের অপূর্ব দৃশ্য একেবারে মনোমুগ্ধকর। সমুদ্রের প্রান্ত লাগোয়া সূরযাস্তের অপরূপ দৃশ্য দেখে চোখ ধাঁধিয়ে যায়। স্নধ্যাবেলা এখানকার সমুদ্র সৈকত এক আলাদারকম সৌন্দর্য নিয়ে আসে।


কিন্তু প্রাচীনকালের এই জনপ্রিয় শহরটি বর্তমানে একেবারে জনমানব শূন্য। কারণ ১৯৬৪ সালে এই শহরে সাইক্লোন হওয়ার পর থেকে এখানে কোনো মানুষজন প্রায় থাকে না বললেই চলে।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930