অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আচমকা জমা আবর্জনার স্তূপে আগুন লেগে মা উড়ালপুলে তীব্র যানজট তৈরী হয়েছে। সপ্তাহের প্রথম দিনে সকালবেলা এই ধরণের ঘটনা ঘটায় নিত্য যাত্রীদের ভোগান্তির অন্ত নেই।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুনের কারণ ভালোভাবে খতিয়ে দেখছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উড়ালপুলে জমা করে রাখা আবর্জনাতে আগুন লেগেই এই বিপত্তি ঘটেছে। কিন্তু ওই আবর্জনায় আগুন লাগল কিভাবে তা এখনো স্পষ্ট নয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার বেশ কিছুক্ষ্ণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লেগে যানজট সৃষ্টি হলেও পরে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।
উল্লেখ্য যে, মা উড়ালপুলে দুর্ঘটনার খবর অবশ্য নতুন নয়। এর আগে চিনা মঞ্জায় বহু বাইক আরোহী আহত হয়েছেন। এছাড়া বার বার বেপরোয়া গাড়ি চালিয়ে উড়ালপুল থেকে সোজা নীচে রাস্তায় পড়ে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। তাই মা উড়ালপুলে হওয়া দুর্ঘটনাগুলির জন্য রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজ চলাকালীনই এদিন আগুন লাগার ঘটনা ঘটেছে।