অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আবারও আজ শহর কলকাতার ক্যানাল ইস্ট রোডে বাড়ির ছাদ ভেঙে প্রাণ হারিয়েছে ১ জন শ্রমিক। আর আহত হয়েছেন বেশ কয়েকজন শ্রমিক। মৃতের নাম আলাউদ্দিন গাজী।
জানা গিয়েছে, পরিত্যক্ত একটি কারখানার ভেতরে থাকা বাড়িটিতে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন বাড়ির ছাদের একাংশ ভেঙে এই দুর্ঘটনাটি ঘটে। এরপর স্থানীয়্রাই আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করে। তারপর আহত অবস্থায় চার জনকে এন আর এস হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এদের মধ্যেই আলাউদ্দিন নামে একজনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
নারকেল ডাঙা থানার পুলিশ এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। কিন্তু এই দুর্ঘটনার পরই কারখানার দরজায় তালা লাগিয়ে দেওয়ায় বেশ কিছুক্ষণ পুলিশ কারখানার ভিতরে ঢুকতে পারেনি। উল্লেখ্য যে, গত কয়েকদিনের মধ্যে পরপর তিনটি বাড়ি ভাঙার ঘটনা ঘটেছে। যার জেরে একাধিক মৃত্যুও হয়েছে।