চয়ন রায়ঃ কলকাতাঃ আজ সকালবেলা আচমকা রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নের চোদ্দ তলার উপর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। নবান্নে মোতায়েন পুলিশ কর্মীদের চোখে প্রথমে এই ধোঁয়া চোখে পড়ে। দেখামাত্র তৎক্ষণাৎ দমকল বাহিনীতে খবর দেওয়া হয়।
দমকল বাহিনী খবর পেয়ে ৩ টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্তলে এসে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে জানা যাচ্ছে, কোথাও কোনো আগুন লাগেনি কিন্তু ধোঁয়া বের হচ্ছিল। এই বিষয়ে দমকল আধিকারিকদের অনুমান, এসি বা গ্যাসের পাইপ লিক করেই এই বিপত্তি ঘটেছে।

- Sponsored -
হঠাৎ করে বের হওয়া ধোঁয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় কোনো ক্ষয়-ক্ষতি না হলেও তীব্র এক আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে।