Indian Prime Time
True News only ....

সাতসকালে ভাটপাড়ায় তৃণমূল নেতার উপর চলল গুলি

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে উপনির্বাচন চলাকালীন ভাটপাড়ায় তৃণমূল ওয়ার্ড সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠলো। এমনকি বোমাবাজি হয় বলেও অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। গুলিবিদ্ধের নাম অশোক সাউ।

জানা গেছে, ২০১৯ সালে অশোক সাউ বারো নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি ছিলেন। এখনও তিনি সক্রিয় তৃণমূল কর্মী। এদিন সকালে টোটোয় যাওয়ার সময় কয়েক জন যুবক পিছন থেকে বাইকে করে অশোকবাবুকে অনুসরণ করছিল। এরপর অশোকবাবু পালঘাট রোড এলাকায় একটি চায়ের দোকানে ঢুকে আড্ডা দিচ্ছিলেন। তখনই কিছু বুঝে ওঠার আগে বাইক থেকে এক জন যুবক তাকে লক্ষ্য করে পিঠে গুলি চালায়। আর দোকানের ভিতরে-বাইরে বোমাবাজি শুরু হয়। এই গুলির শব্দ শুনতে পেয়ে সকলে ছুটে আসতেই ততক্ষণে দুষ্কৃতীরা বাইকে করে চম্পট দেয়।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

তারপর অশোকবাবুকে আহত অবস্থায় উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। কিন্তু তার মধ্যেই অশোকবাবুর মৃত্যু হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে। আর কারা গুলি করেছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এছাড়া এই ঘটনার নেপথ্যে পুরোনো শত্রুতা না রাজনৈতিক কোনো কারণ আছে? তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, অর্জুন সিং এই ঘটনাকে বন্ধুদের গোলমাল বলেই দাবী করেছেন।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored