নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রাম বিধানসভা এলাকার সোনাচূড়া এলাকায় ২৭৪ ও ২৭৫ নম্বর বুথে যাওয়ার একটি রাস্তা। আর ওই রাস্তায় কাঠের তৈরী একটি অস্থায়ী সেতু আছে। আজ সকালে ভোট শুরুর আগে এলাকাবাসীরা দেখেন, এক দল দুষ্কৃতী সেতুটি মাঝখান থেকে কাটতে শুরু করেছে। আর বুথে যাওয়ার রাস্তা বন্ধ করা হচ্ছে বুঝে এলাকাবাসীরা প্রতিবাদ জানালে দ্রুত দুষ্কৃতীরা কাঠের ব্রিজে আগুন লাগানোর চেষ্টা করেন। অবশেষে পুলিশ খবর পেয়ে এসে পড়ায় দুষ্কৃতীরা চম্পট দেয়।
কিন্তু ততক্ষণে সেতুটি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছ। ফলে সেটি পেরিয়ে ভোট দিতে যাওয়া প্রায় অসম্ভব। তবে সেতুটি পেরিয়ে অন্য পারে যাওয়ারও একটি অস্থায়ী ব্যবস্থাও করা হয়। কিন্তু এলাকাবাসীদের অভিযোগ, “এখন সেতুটি এতোটাই বিপজ্জনক হয়ে রয়েছে যে, সেটি পেরিয়ে ভোট দিতে যাওয়ার স্বতঃস্ফূর্ততা কিছুটা হলেও কমবে।” এই ঘটনায় এলাকার বিজেপি নেতারা তৃণমূলের বিরুদ্ধে সেতু ভাঙার অভিযোগ এনেছে।
পাল্টা তৃণমূল বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ এনেছে। তৃণমূল অভিযোগে জানিয়েছে, “ওই এলাকায় বুথের বাইরে প্রায় ছয়শো জন মানুষ অপেক্ষা করছেন। তারা ভোট দিতে যেতে পারছেন না। আর বিজেপি হেরে যাওয়ার ভয়েই ভোটারদের বুথে যাওয়া আটকাতে চাইছে। উল্লেখ্য, আজ ষষ্ঠ দফায় বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বিষ্ণুপুর, মেদিনীপুর শহর, পূর্ব মেদিনীপুরের কাঁথি, তমলুক সহ পশ্চিম মেদিনীপুরের ঘাটালে নির্বাচন চলছে।