নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ জামিনের আবেদন নিয়ে বচসা থেকে হাতাহাতি, ভাঙচুর ও লাঠিচার্জের ঘটনায় উত্তরপ্রদেশের গাজিয়াবাদের আদালতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। সূত্রের খবর, আজ এক জন আইনজীবী একটি জামিনের আবেদন নিয়ে বিচারকের সাথে বচসায় জড়িয়ে পড়েন। আর ওই খবর ছড়িয়ে পড়তেই আদালতের অন্যান্য আইনজীবীরা বিচারকের চেম্বারে পৌঁছে যান। ফলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ ওঠে, “আইনজীবীরা বিচারককে ঘিরে ধরে মারমুখী হয়ে ওঠেন। চেয়ার-টেবিল ভাঙচুর করার পাশাপাশি ধস্তাধস্তিও চলে। পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করলেও পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারছিল না। শেষে আরো পুলিশ ডাকা হয়। এমনকি আধাসেনাও নামানো হয়। এরপর আইনজীবীদের তাড়া করে বিচারকের চেম্বার থেকে বের করা হয়।” অতঃপর আইনজীবীদের কবল থেকে বিচারককে মুক্ত করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
তবে এই ধস্তাধস্তি এবং হাতাহাতিতে বেশ কয়েক জন আইনজীবী আহত হয়েছেন। এদিকে, আইনজীবীদের বিচারকের চেম্বার থেকে বাইরে বের করে দেওয়ার পর আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পাশাপাশি পুলিশ ও আধাসেনার বিরুদ্ধে মারধরের অভিযোগও তুলেছেন। অন্যদিকে, বার অ্যাসেসিয়েশন এই আইনজীবীদের উপর হামলার নিন্দা করেছে।
Sponsored Ads
Display Your Ads Here