Indian Prime Time
True News only ....

আগ্নেয়গিরির লাভার স্রোতে মৃত্যু হলো ১০ জনের

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

ব্যুরো নিউজঃ ইন্দোনেশিয়াঃ ইন্দোনেশিয়ায় আবার জেগে উঠল আগ্নেয়গিরি। সোমবার ভোর থেকে সে দেশের ইস্ট নুসা তেনগারা প্রদেশের ফ্লোরস দ্বীপের মাউন্ট লেওতোবি লাকি-লাকি পর্বতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এই ঘটনায় পূর্বাঞ্চলের ওই প্রদেশে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জাকার্তা প্রশাসনের দাবি।

‘ইন্দোনেশিয়ান সেন্টার ফর ভলকানোলজি অ্যান্ড জিওলজিক্যাল ডিজাস্টার মিটিগেশন’ (পিভিএমজি)-এর বিবৃতিতে জানানো হয়েছে, আগ্নেয়গিরিটির জ্বালামুখ খুলে গিয়ে লাভাস্রোত ছড়িয়ে পড়েছে সংলগ্ন এলাকায়। দূর থেকে লক্ষ করা যাচ্ছে, আগ্নেয়গিরি নিসৃত ধোঁয়ায় ছড়িয়ে পড়ছে আকাশে। নিরাপত্তার কারণে দ্বীপের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পিভিএমজির মুখপাত্র হাদি উইজাওয়া জানান, অগ্নুৎপাতে সাতটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে প্রায় চার কিলোমিটার দূরের গ্রামে আগুনের লাভা ও পাথর ছড়িয়ে পড়েছে। এতে ওই গ্রামের বাসিন্দাদের বাড়িঘর ধ্বংস এবং প্রাণহানির ঘটনা ঘটেছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

ইন্দোনেশিয়ার ‘সেন্টার ফর ভলক্যানোলজি’ এবং ‘জিয়োলজিক্যাল ডিজ়াস্টার ম্যানেজমেন্ট’ অগ্ন্যুৎপাত নিয়ে সতর্কতা জারি করেছে। এই পরিস্থিতিতে আগ্নেয়গিরির জ্বালামুখের ২০ কিলোমিটার ব্যাসের সমস্ত এলাকা খালি করা হচ্ছে বলে দ্বীপের প্রশাসনিক আধিকারিক হিরোনিমাস লামাউরান সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। প্রসঙ্গত, গত ডিসেম্বরে ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের মাউন্ট মেরাপিতে ভয়ঙ্কর অগ্নুৎপাতে মৃত্যু হয়েছিল ২৩ জন পর্বতারোহীর।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored