নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ সমগ্র দেশ জুড়ে দ্রুত হারে করোনার দৈনিক সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এবার এক লাফে দেশের দৈনিক সংক্রমণ প্রায় ৫৫ শতাংশ বৃদ্ধি পেল।
কেন্দ্রীয় স্বাস্থ্য ম্নত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ ২১ হাজার বৃদ্ধি পেয়ে হয়েছে প্রায় ৫৮ হাজার ৯৭ জন। মৃত্যুর সংখ্যাও প্রায় চার গুণ হারে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৩৪ জন।
দৈনিক করোনা সংক্রমণের হার বা পজিটিভিটি রেট এক লাফে ৪.১৮ শতাংশে পৌঁছেছে। সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। সুস্থতার হার ৯৮.০১ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৮৯ জন।
অন্যদিকে তালে তাল মিলিয়ে ওমিক্রনের সংখ্যাও বৃদ্ধি পেয়ে চলেছে। দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৩৫ জন। তার মধ্যে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬৫৩ জন। দিল্লিতের ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪৬৪ জন। এছাড়া এই রাজ্যে এক দিনে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৫১ শতাংশ বেড়ে গেছে।