পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ গতকাল দক্ষিণ চব্বিশ পরগণার বনবিভাগ সুন্দরবনে সরকারী অনুমোদন ছাড়া অবৈধ ভাবে ম্যানগ্রোভ গাছের কাঠ চেরাই ও ব্যবসা করার অভিযোগে বিভিন্ন ব্লকের একাধিক বেআইনী করাতকল বন্ধ করল। এছাড়া লক্ষাধিক টাকার চোরাই কাঠও উদ্ধার করা হয়েছে।
জেলার বন বিভাগের পক্ষ থেকে পাথরপ্রতিমা ব্লকের দুর্বাচটি, গোপালনগর এবং দুর্গাগোবিন্দপুর এলাকায় আচমকা হানা দেওয়া হয়। এরপর পর ১৫ টি মিল সিল করে দেওয়া হয়। গত এক সপ্তাহে একই ভাবে ৫০ টির বেশী বেআইনী করাতকল বন্ধ করা হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
সহকারী বিভাগীয় বনাধিকারিক (এডিএফও) চিন্ময় বর্মনের নেতৃত্বে রামগঙ্গা রেঞ্জ ও ভগবতপুর রেঞ্জ ঝটিকা হানা দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সুন্দরবন লাগোয়া ক্যানিং, বাসন্তী, সাগর, কাকদ্বীপ, কুলতলি, নামখানা, জয়নগর, মথুরাপুর, পাথরপ্রতিমা ব্লক সহ বিভিন্ন এলাকায় শতাধিক বেআইনী করাতকল চালু রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
সরকারী নিয়মানুযায়ী এই ধরণের কোনো মিল চালাতে গেলে মিল মালিকের অবশ্যই বৈধ কাগজপত্র থাকা প্রয়োজন। কিন্তু অনেকেই রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে বেআইনী ব্যবসার পসরা সাজিয়ে বসেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
জেলার বিভাগীয় বনাধিকারিক (ডিএফও) মিলন মণ্ডল জানান, ‘‘এই ধরণের বেআইনী কাজ বন্ধ করতে জেলে বন বিভাগ বিশেষ দল গঠন করেছে। মাঝেমধ্যেই অভিযান চালানো হচ্ছে। এই রকম অভিযান আরো চলবে।’’