নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির ভসরা ঘাট এলাকায় জাল সি ও বানিয়ে অবৈধ ভাবে চলছে বালি পাচার।
স্থানীয়দের তরফ থেকে অভিযোগ উঠেছে যে, আতাউর রহমান নামের এক বালি খদানের মালিক জাল সি ও বানিয়ে দিনের পর দিন বেআইনী ভাবে বালি পাচার করছে।
আর গোপন সূত্রে এই খবর পেয়ে বেলদার এসডি পি ও র নেতৃত্বে পুলিশ কর্মীরা ওই এলাকার বালি খাদানে অভিযান চালিয়ে বালি খাদানের মালিক আতাউর রহমানের ছেলে সহ আরো দু’জনকে আটক করে। এর পাশাপাশি জাল সিও সমেত বালি ভর্তি ট্রাকটি উদ্ধার করে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
বাকি অপরাধীদের সন্ধানে তল্লাশী চালানো হচ্ছে। বর্তমানে পুলিশ মোট তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code