নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ মকর সংক্রান্তির সকালবেলা থেকেই মহাকুম্ভের পুণ্যস্নান শুরু হয়ে গিয়েছে। প্রবল ঠান্ডাকে উপেক্ষা করেই কোটি কোটি পুণ্যার্থী কুম্ভে স্নান করছেন। যত বেলা বেড়েছে ভিড় ততো বেড়েছে। উত্তরপ্রদেশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সকালবেলা ১০ টার মধ্যেই দেড় কোটি পুণ্যার্থী অমৃত স্নান করেছেন।
মূলত, বারো বছর অন্তর দেশের অন্যতম এই বড়ো মেলা তথা পূর্ণকুম্ভ মেলা হয়। আর ছ’বছর অন্তর অর্ধকুম্ভমেলা হয়। এর আগে ২০১৩ সালে পূর্ণ কুম্ভমেলা হয়েছিল ও ২০২৯ সালে অর্ধকুম্ভমেলা হয়েছিল। সোমবার থেকেই এই মেলা শুরু হয়ে গিয়েছে। সাত সপ্তাহ ধরে চলবে। অর্থাৎ আগামী ২৬ শে জানুয়ারী শেষ হয়ে যাবে। এদিন কোটি কোটি ভক্তের জমায়েত হয়েছে।
গঙ্গা-যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল-ত্রিবেণী সঙ্গমে বিভিন্ন আখড়ার সাধু সন্ন্যাসী সহ অসংখ্য পুণ্যার্থীরা স্নান সেরেছেন। এছাড়া বহু বিদেশী পুণ্যার্থীরাও পূণ্যস্নান সারতে এসেছেন। এমনকি অ্যাপলের প্রাক্তন সিইও স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েলও এসেছেন স্নান সারতে। উত্তরপ্রদেশ সরকার জানাচ্ছে, “অন্তত ৩৫ কোটি তীর্থযাত্রী এইবছর মহাকুম্ভের পুণ্য উত্সবে যোগ দিতে চলেছেন।”