চয়ন রায়ঃ কলকাতাঃ এবার থেকে বিজেপির যুব মোর্চার দায়িত্ব নিতে হলে বার্থ সার্টিফিকেট প্রয়োজন হবে। যুব মোর্চা ও মণ্ডল সভাপতি নির্বাচনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমাও বলে দেওয়া হচ্ছে। বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
যেখানে যুব মোর্চার সভাপতি বয়স ৩৫ বছরের মধ্যে থাকবে। অন্য দিকে মণ্ডল সভাপতির বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। মহিলাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। ২০২৪ সালের নির্বাচনকে লক্ষ্যে রেখে নবীন প্রজন্মের ধারাবাহিকতা বজায় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
গতকাল বিজেপির এই বৈঠকে রাজ্য কমিটির সভাপতি ও সদস্যরা সহ বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকও অংশ নেয়। বিধানসভা ভোটে বিজেপি ২০০ আসনের লক্ষ্য রেখে ৭৭ টি আসন পেয়েছে। আর মাত্র সাত মাসের মধ্যে কলকাতার পুরভোটে বামেদের থেকে বিজেপি পিছিয়ে পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে বলেন, “এগুলো বিশ্লেষণের বিষয়। এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। আগামী দিনে আমরা চিন্তাভাবনা করব। যারা এই ধরনের কাজ করবেন তাদের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নেবে, দেখা যাক”।
Sponsored Ads
Display Your Ads Here
তবে কলকাতা পুরনির্বাচনে বিজেপির থেকে বামেরা অনেকাংশে এগিয়ে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে পদ্ম শিবিরে।