নিজস্ব সংবাদদাতাঃ অবিশ্বাস্য তাই না!! চিপস কিনলে বিনামূল্যে নেট পাওয়া যাবে। হ্যাঁ সত্যিই একটি চিপস প্রস্তুতকারক সংস্থা এরকম অফার দিচ্ছে। এর পাশাপাশি ওই প্যাকেটে নির্ধারিত ওজনের অতিরিক্ত ৪০ শতাংশ চিপসও দেওয়া হচ্ছে। যা সব গ্রাহকই নিশ্চিত ভাবে পাবে।
জনপ্রিয় ওই চিপস প্রস্তুতকারক সংস্থার ১০ টাকার চিপসের প্যাকেটে বিনামূল্যে ইন্টারনেট ডেটা দেওয়ার কথা জানানো হয়েছে। কিন্তু সব টেলিকম সংস্থার গ্রাহকরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন না। শুধুমাত্র এয়ারটেলের গ্রাহকদের জন্যই এই সুবিধা দেওয়া হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
১০ টাকার ওই চিপসের প্যাকেটের উপর লেখা আছে, ‘এয়ারটেল 1 GB ফ্রি ডেটা’। সেই লেখায় ফ্রি শব্দটির উপরে একটি তারকা চিহ্ন আছে। আর সেই লেখার নীচে ছোটো হরফে লেখা রয়েছে ‘শর্ত প্রযোজ্য’।
Sponsored Ads
Display Your Ads Here
অর্থাত্ ১০ টাকার চিপসের প্যাকেট কিনলেই এয়ারটেল 1 GB ডেটা যাবেন এমন বিষয় নয়। চিপসের ওই প্যাকেট কেনার পর কিছু শর্ত মিললে তবেই এয়ারটেলের 1 GB ডেটা পাওয়া যাবে।
Sponsored Ads
Display Your Ads Here
মূলত করোনা পরিস্থিতিতে সংস্থার বিপণন বাড়াতে অভিনব এই উদ্যোগ নিয়ে আসা হয়েছে।