নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ আজ উত্তরপ্রদেশে চতুর্থ দফার ভোট হচ্ছে। কিন্তু এর আগেই লখনউয়ের একটি কলেজের এক ঘোষণা গোটা রাজ্য জুড়ে সাড়া ফেলে দিয়েছে। কলেজ কর্তৃপক্ষ ঘোষণা করেন যে, অভিভাবকরা ভোট দিলে তবেই পড়ুয়ারা পরীক্ষায় অতিরিক্ত দশ নম্বর পাবেন।
কলেজ সূত্রে জানা গেছে, ২৩ শে ফেব্রুয়ারী সহ বাকি দফার ভোটে অভিভাবকরা সক্রিয় ভাবে অংশ নিলেই পড়ুয়াদের নম্বরের ক্ষেত্রে এই পুরষ্কার দেওয়া হবে। ভোটদানে উৎসাহ দিতে ও ভোটারের উপস্থিতি বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে ভোটদানের হার ১০০ শতাংশ হয়।
Sponsored Ads
Display Your Ads Here
কলেজের অধ্যক্ষ রাকেশ কুমার দাবী করেছেন যে, “এই উদ্যোগের ফলে দুর্বল পড়ুয়ারাও অতিরিক্ত ১০ নম্বর পাবে। এর জেরে পরীক্ষায় পাওয়া এই অতিরিক্ত নম্বর তাদের পাশ করতে অনেকটাই সাহায্য করবে।”
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত উল্লেখ্য যে, উত্তরপ্রদেশে মোট সাত দফার ভোট হবে। আগামী ৭ ই মার্চ শেষ দফার ভোট হবে। আর ১০ ই মার্চ ভোট গণনা করা হবে।
Sponsored Ads
Display Your Ads Here