চয়ন রায়ঃ কলকাতাঃ প্রায় দু’দিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বেআইনী কয়লা পাচার কান্ডে দিল্লিতে ইডি দপ্তরে টানা নয় ঘন্টা জেরার সম্মুখীন হয়েছেন।
কিন্তু ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। আর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর উপনির্বাচনে ভোটের প্রচারে নেমেই এই ইস্যুতে গর্জে উঠলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, “আমাকে জব্দ করতেই অভিষেকের ওপর প্রতিশোধ নেওয়া হচ্ছে। যদি প্রমাণ করতেই হয় আইনী ভাবে করুন। কলকাতা থেকে মামলা দিল্লিতে টেনে নিয়ে যাওয়া হলো কেন? নারদ মামলায় সুব্রত মুখোপাধ্যায়ের নাম আছে তবে আসল চোরের নাম নেই।
যখনই ভোট ঘোষণা হলো তখনই পার্থ ও অভিষেক নোটিশ পেল। কেন্দ্র সিবিআইয়ের মতো তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে”।