অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আলিপুর আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। শুনানির পর পার্থ চট্টোপাধ্যায়কে আদালত কক্ষ থেকে পুলিশী ঘেরাটোপে একটি সরু করিডর দিয়ে কোর্ট লকআপে নিয়ে যাওয়ার সময় আচমকা ধাক্কাধাক্কি ও ভিড়ের চাপে আর্তনাদ করে বলে ওঠেন, ‘‘মরে যাব, আমি মরে যাব, আমাকে বেরোতে দিন!’’
এদিন আদালত থেকে বের হওয়ার সময় তাঁকে দেখে আদালত চত্বরে ‘চোর চোর’ শ্লোগানও ওঠে। পার্থ চট্টোপাধ্যায়ের সাথে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়কেও কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) হাতে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিতে চায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার মূল অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে চেয়ে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সাথে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায়।
Sponsored Ads
Display Your Ads Here