অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এসএসসি দুর্নীতি মামলায় বেআইনী নিয়োগপত্র তৈরী ও ভুয়ো নিয়োগপত্রে সই করার অভিযোগে এবার প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে।
আজ সকালবেলা সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে নিজাম প্যালেসে ডেকে টানা ছ’ঘণ্টা এসএসসির নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন করেছিল যে, নিয়োগের ক্ষেত্রে কোনো সুপারিশ আসত কিনা, এলে তা কোথা থেকে আসত, কারা ওই নির্দেশ দিতেন?
কিন্তু তিনি সব প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে না পারেননি। এছাড়া সিবিআইয়ের চাওয়া সমস্ত নথি জমা দিতে পারেননি। কিছু নথি হারিয়ে গিয়েছে বলেও জানান। এর জেরে গ্রেফতারও করা হয়। সন্ধ্যাবেলা কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে সংক্ষিপ্ত মেডিকেল পরীক্ষার পর আবার নিজাম প্যালেসে ফিরিয়ে এনে জেরা করা শুরু হয়েছে। আগামীকাল আদালতে হাজির করানো হবে।
ঘটনাচক্রে, সিবিআই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করার কাছাকাছি সময়েই পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন করে। যদি আগামীকাল পার্থ চট্টোপাধ্যায়কে আদালত সিবিআই হেফাজতে পাঠায় তাহলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা থাকবে।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে কল্যাণময় গঙ্গোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন। নিজেই নিয়োগপত্র দিতেন। গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকাতেও ছিলেন।