অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ রাজ্যের শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর অভিযোগ উঠছে যে, পার্থ চট্টোপাধ্যায়ের পেশায় শিক্ষিকা মোনালিসা দাসের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। পার্থ চট্টোপাধ্যায়ের শান্তিনিকেতনে যে একাধিক বাড়ি রয়েছে মোনালিসা সেই সব সম্পত্তি দেখাশোনা করতেন।
কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের সাথে ঘনিষ্ঠতা মোনালিসা দাস জানান, “আমি একজন সাধারণ শিক্ষিত বাড়ির একজন শিক্ষক পরিবারের সন্তান। নিজেও শিক্ষক। আমার মা’ও শিক্ষক। সেই পরিবারের সন্তান হয়ে আমি বরাবরই সৎ ভাবে বেঁচেছি। এখনো সৎ ভাবেই বাঁচি। ভবিষ্যতেও সেভাবেই বাঁচব।
বাকি কে কি বলছেন তা নিয়ে আমার কোনো রকম ধারণা নেই। আমি নিজের অর্জনে চলি। সেটুই আমার সততা। এনিয়ে আর কিছু বলতে চাই না।”