মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার গোপালনগর থানার মোল্লাহাটি শিকারিপারা এলাকায় বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রী তার প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যা করার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘরের মধ্যে থেকে স্বামীর দেহ উদ্ধার করা হয়। এরপরই পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
পরিবারের সূত্রে জানা যায়, দ্বিতীয় স্ত্রী আলপনা সর্দারের সাথে মধু হালদারের বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। কিন্তু স্বামী প্রফুল্ল সর্দার তাদের সম্পর্ক জেনে যেতেই প্রতিবাদ করাতে নিজেদের সুবিধার জন্য আলপনা ও মধু প্রফুল্লকে খুন করেছে। এমনকি চোখেও আঘাত করা হয়েছিল। পরিবারের সদস্যরা দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
গোপালনগর থানার পুলিশ ভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে আলপনা এবং মধুকে গোপালনগর থানার নহাটা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, আগে থেকেই ছক কষে প্রেমিকের সাথে যোগসাজশ করে এই খুন করা হয়েছে। পুলিশ সমস্ত ঘটনাটির তদন্ত শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Sponsored Ads
Display Your Ads Here