নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ বিয়ের ১৫ বছর পর আচমকা স্ত্রীকে পর্নতারকা বলে সন্দেহ করায় শেষমেষ সন্দেহের বশে পাঁচ সন্তানের সামনেই স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করলেন স্বামী। বেঙ্গালুরুর রামনগর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ৪০ বছর বয়সী জাহির পাশা। পেশায় অটোচালক। জাহিরের স্ত্রী মুবিনার বয়স ৩৫। দু’মাস আগে জাহির একটি পর্ন ছবি দেখার পর থেকেই মুবিনাকে পর্ন তারকা বলে সন্দেহ করতে শুরু করেন। এরপর থেকে মুবিনার উপর নিয়মিত অত্যাচার শুরু হয়।
শনিবার মুবিনার বাবা ঘোষ পাশা বড়ো নাতির কাছ থেকে খবর পেয়ে বাড়িতে এসে মুবিনাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানানো হয়েছে যে, এর আগেও বহু বার মেয়ের উপর জাহির অত্যাচার করেছেন। বেশ কিছু দিন আগে একটি পারিবারিক অনুষ্ঠানে সবার সামনে মুবিনার গায়ে হাত তোলেন। এমনকি সেই সময় মুবিনাকে পর্ন ছবিতে দেখতে পাওয়ার কথা প্রকাশ্যে বলেন। তারপর থেকেই অশান্তি চরমে ওঠে।
এর পাশাপাশি প্রায় এক মাস আগে জাহিরের অত্যাচারে মুবিনাকে হাসপাতালেও ভর্তি হতে হয়। তখনই এই সব ঘটনার কথা পুলিশকে জানাতে চাইলে মুবিনাই স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে নিষেধও করেছিলেন। যদিও এই ঘটনায় এখনো অবধি অভিযুক্ত জাহিরকে গ্রেপ্তার করা হয়নি।