নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের শক্তিপুরের জিনারাপাড়ায় স্ত্রীর সাথে বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে প্রতিবেশী যুবককে বাড়িতে ডেকে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আড়াই বছর ধরে ফিরদৌসের শেখের সাথে আখতারুল শেখের স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। আখতারুল তা জানতে পেরে ফিরদৌস ও তার স্ত্রীকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বললেও কেউই শোনেননি।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর গতকাল আখতারুল স্ত্রীকে দিয়ে ফিরদৌসকে বাড়িতে ডেকে আনে। ফিরদৌস বাড়িতে আসতেই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। আর এর মধ্যে আখতারুল ধারালো অস্ত্র বের করে স্ত্রীর সামনেই ফিরদৌসের গলার নলি কেটে দিয়ে শক্তিপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। এর পাশাপাশি এই ঘটনায় অভিযুক্ত আখতারুলের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here