নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ পুরুলিয়ার বোরো থানার বিক্রমদি গ্রামের শবর টোলায় নিজের ৭ বছরের পুত্রের সামনেই স্ত্রীকে বঁটির কোপে খুন করেন তার নৃশংস স্বামী।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরির জন্য স্ত্রী মনিকা তার স্বামী সীতারাম শবরের সঙ্গে প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক থেকে তুলে নিয়ে এসেছিলেন। সব টাকাই মনিকা দেবীর কাছেই ছিল। কিন্তু সকালে মদ্যপান করে এসে সব টাকায় চায় সীতারাম। তার স্ত্রী টাকা দিতে অস্বীকার করায় দুই জনের মধ্যে তুমুল বচসা শুরু হয়। সেই সময় হঠাত্ করে কুড়লের বাট দিয়ে মনিকা দেবীকে সজোরে আঘাত করে। এবং তারপরেই সে বটি দিয়ে কোপাতে শুরু করে। আর তৎক্ষণাৎই মনিকাদেবী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ও ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আর তারপরই সেখান থেকে পালিয়ে যায় তার স্বামী।
স্থানীয়দের তরফ থেকে ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বোরো থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল হাসপাতালে পাঠান। পুরো ঘটনাটি তাদের সাত বছরের ছেলে পুলিশকে জানিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereঘটনাকে কেন্দ্র করে তার স্বামীর বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করেছে বোরো থানার পুলিশ। আর পুলিশী জিজ্ঞাসাবাদে নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত স্বামী।