নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ গতকাল রাতেরবেলা বীরভূমের নলহাটি থানার বারা গ্রামে বাড়িতে মেয়ে-জামাই আসায় জামাইয়ের জন্য মাংস কিনে আনতে বলায় মদ খেয়ে কোদালের কোপে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম রাধারানি কোনাই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী প্রভাত কোনাই ও রাধারানির মেয়ে-জামাই বাড়িতে এসেছিলেন। জামাই আদরের জন্য প্রভাতবাবুকে মাংস কিনে আনতে বলায় স্বামী-স্ত্রীর বচসা শুরু হয়। এরপর প্রভাতবাবু রাগের চোটে রাধারানি দেবীর গলায় কোদাল দিয়ে কোপ মারতেই তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন।
তারপর রাধারানি দেবীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে লোহাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
এই ঘটনায় নলহাটি থানার পুলিশ অভিযুক্ত প্রভাতবাবুকে গ্রেপ্তার করে সমগ্র ঘটনাটির তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাময় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।