পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার নামখানায় নৈনান ঘাট ভুটভুটি বোঝাই সারি সারি বস্তা ভর্তি খুচরো পয়সা। গতকাল এই নিয়ে শোরগোল শুরু হয়। এক টাকার কয়েন ভর্তি একশোর বেশী বস্তা উদ্ধারের খবর পেয়ে এলাকাবাসীরা ভিড় জমাতে শুরু করেন।
ঘটনাচক্রে, হাওড়ার শ্যামপুর থানার মোল্লাহাট এলাকার বাসিন্দা জনৈক বিশ্বজিৎ সিংহ ইটের ব্যবসা করতেন। বিশ্বজিৎবাবুর সাথে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার লালপোলের বাসিন্দা নিউ লোকনাথ বিল্ডার্সের মালিক রাধাকৃষ্ণ মান্নার ব্যবসায়িক সম্পর্ক ছিল। বিশ্বজিৎবাবু রাধাকৃষ্ণবাবুর কাছে তিন লক্ষ টাকারও বেশী টাকা পেতেন।
Sponsored Ads
Display Your Ads Here
তাই তিনি ধার পরিশোধ করতে এক টাকার কয়েন ভর্তি ১২৫ টি বস্তায় মোট ৩ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা বিশ্বজিৎবাবুকে দেন। প্রতিটি বস্তায় আড়াই হাজার টাকা ছিল। ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন কুমার দে জানান, ‘‘ওই টাকা আসলে নামখানা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এলাকার এক ঠিকাদারকে দেওয়া হয়েছিল। রাধাকৃষ্ণবাবু ওই ঠিকাদারের কাছ থেকে টাকা পেতেন।
Sponsored Ads
Display Your Ads Here
ওই মর্মে নামখানা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটি লিখিত তথ্য দেওয়া হয়। যেখানে লেখা হয়েছে, স্থানীয় ব্যবসায়ীরা পঞ্চায়েত সমিতির কাজের জন্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা পেতেন। কিন্তু সমিতির হাতে টাকা ছিল না। ফলে পঞ্চায়েতের লিজ দেওয়া ফেরিঘাট থেকে ফেরি পারাপার করে যত খুচরো টাকা আয় হয়েছে সেগুলোই বস্তা ভর্তি করে দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Hereঅন্য দিকে বিশ্বজিৎবাবু এতগুলো বস্তায় কয়েন পেলেন কিভাবে তা নিয়ে সহযাত্রীরা প্রশ্ন করতে শুরু করেন। পাশাপাশি রামনগর থানার পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুরো ঘটনার তদন্তের পর বিশ্বজিৎকে টাকা সহ নিরাপত্তা দিয়ে বাড়ি পৌঁছে দেন।