ভারী তুষারপাতের জেরে হিমাচলে বন্ধ শতাধিক সড়ক

Share

নিজস্ব সংবাদদাতাঃ হিমাচল প্রদেশঃ বড়দিনের আগেই হিমাচলের বেশীর ভাগ জায়গা বরফের পুরু আস্তরণে ঢাকা পড়েছে। ভারী তুষারপাতের জেরে ১৭৭টি সড়ক বন্ধ। যার মধ্যে রয়েছে তিনটি জাতীয় সড়ক রয়েছে। এর মধ্যে শিমলায় ৮৯টি, কিন্নৌরে ৪৪ ও মন্ডীতে ২৫টি সড়ক বন্ধ রয়েছে। ঠান্ডায় ৬৮৩টি ট্রান্সফর্মার বিকল হয়ে যাওয়ায় বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। উনা, মন্ডী, বিলাসপুর এবং হামিরপুরে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার থেকেই হিমালয় অঞ্চলের এই রাজ্যে তুষারপাত শুরু হয়েছে। কুলু, চম্বা, কিন্নৌর, শিমলা এবং লাহুল-স্পিতির বহু এলাকায় তুষারপাত হচ্ছে। এছাড়াও কল্পা, গ্রাম্ফু, ফাগু, রোটাং, সাংলা, কুফরি, কোকসর, ছিটকুল, ডালহৌসি, নারকন্ডা ও রকছম বরফের চাদরে ঢাকা পড়েছে। এর ফলে শিমলা, মানালি এবং ডালহৌসিতে পাঁচ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। আর কুফরি ও নারকন্ডায় তুষারপাতের কারণে রামপুর-শিমলা জাতীয় সড়ক স্তব্ধ হয়ে গিয়েছে।


অন্য দিকে, ভারী তুষারপাতের জেরে বন্ধ রোহরু, থিয়োগ, চৌপল মার্গ এবং খাড়াপাথ্থর বন্ধ হয়ে গিয়েছে। রোটাংয়ে সবচেয়ে বেশী তুষারপাত হয়েছে। সেখানে কুড়ি সেন্টিমিটার তুষারপাত হয়েছে। এছাড়া শিকারি দেবীতে পনেরো সেন্টিমিটার, কুফরিতে বারো সেন্টিমিটার ও শিমলাতে দশ সেন্টিমিটার তুষারপাত হয়েছে। উল্লেখ্য, শিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ৩.৪ ডিগ্রী সেলসিয়াস। মানালিতে ১.৮ ডিগ্রী সেলসিয়াস এবং সোলানে ১.৩ ডিগ্রী সেলসিয়াস। আর কল্পা, তাবো, সমদো, তাবো, নারকন্ডা, কুকুমসেরি ও রিকাং পিয়োতে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে।


রাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, “আগামী ২৪ ঘণ্টা তুষারপাত জারি থাকবে। আর বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ায় ২৭ শে ডিসেম্বর এবং ২৮ শে ডিসেম্বর থেকে রাজ্যে আবার বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা তৈরী হয়েছে। উল্লেখ্য, তুষারপাতের জেরে গতকাল মানালিতে বহু পর্যটক আটকে পড়েছেন। আবার কয়েক হাজার গাড়ি সোলং ও সিস্সুর মাঝে অটল টানেলে আটকে পড়ে। পুলিশ উদ্ধারকাজে নেমে ইতিমধ্যে সাতশো জন পর্যটককে উদ্ধার করেছে।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930